পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে বিনপুর 2 ব্লকের দোমোহানি সংলগ্ন এলাকায়। রাস্তার পাশে সিমেন্টের খুঁটিতে ধাক্কা মেরে আহত হয় ওই বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গেছে আহত বাইক আরোহীর নাম সমীর হাঁসদা, বাড়ি বারিঘাটি এলাকায়। সিঁদুরিয়ার দিক থেকে বাইক চালিয়ে বারিঘাটি গ্ৰামে ফেরার পথে দোমোহানি সংলগ্ন এলাকায় কালভার্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সিমেন্টের খুঁটিতে ধাক্কা মেরে আহত হয় ওই বাইক আরোহী।