নেপাল থেকে ধীরে ধীরে ফিরে আসছেন ভারতীয় নাগরিকেরা, তাদের সাহায্য করতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত প্রশাসনও। খোলা হচ্ছে পুলিশ এসিস্টেন্স বুথ। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তিনি জানান, যারা নেপাল থেকে ভারতে ফিরছে তাদের সহায়তার জন্য পুলিশ এসিস্টেন্স বুথ খোলা হচ্ছে যেখান থেকে সর্বতভাবে সহযোগিতা করা হবে।