দমদমা পঞ্চায়েত সংলগ্ন রেল রাস্তার উপর ছিঁড়ে পরলো তড়িৎ বাহী বিদ্যুতের তার,বড় কোন ক্ষতির হাত থেকে অল্পেতে রক্ষা পেলেন।ঘটনা শুক্রবার বেলা ১২ ঘটিকায় দমদমায়।বিদ্যুৎ দপ্তরের কর্মচারী গিয়ে বিদ্যুতের তার সংস্কার করেন।শুক্রবার বেলা আনুমানিক ১২ ঘটিকার দিকে দমদমা থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তার উপর দমদমা পঞ্চায়েতের সংলগ্ন স্থানে হঠাৎ একটি তড়িৎ বাহী বিদ্যুতের এলটি লাইন ছিঁড়ে রাস্তার উপর পরে।