চাকদায় CAA ক্যাম্পের পথসভায় বিধায়ক বঙ্কিম ঘোষ সহ হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, আজ সন্ধ্যেবেলায় চাকদার বিষ্ণুপুর বাজারে সিএএ সচেতনতা বিষয়ক এক পথসভার আয়োজন করে বিজেপি। এই পথসভায় উপস্থিত হন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ হরিণঘাটার বিধায়ক অসীম সরকার এছাড়াও বিজেপি মন্ডল ২ য়ের আঞ্চলিক নেতৃত্বরাও উপস্থিত ছিলেন আর আজ সন্ধ্যে ৭ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।