কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে মঙ্গলকোটের চৈতন্যপুরে বিচিত্রা অনুষ্ঠানের আসর বসলো। মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ এই বিচিত্রা অনুষ্ঠান দেখতে ভীড় জমান এলাকাবাসী। শিল্পীদের একেরপর এক জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করে। জানা গিয়েছে, লক্ষ্মীপুজো উপলক্ষ্যে চৈতন্যপুরে উৎসবের পরিবেশ তৈরি হয়। উদ্যোক্তাদের তরফে ক'দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের বিচিত্রা অনুষ্ঠান দেখতে হাজির হন আশপাশের গ্রামের মনুষজনরাও।