দিল্লি-গুয়াহাটি-কলকাতাগামী আলাদা-আলাদা ট্রেন চালুতে হাইলাকান্দি জেলাজুড়ে খুশির বন্যা পরিলক্ষিত। কিন্তু বৃহত্তর লালাবাসীর সার্থে দূরপাল্লার ট্রেনের ষ্টপেজের কোনো ব্যবস্থা নেই এ নিয়ে বিভাগীয় বিহিত পদক্ষেপ কামনা করে আজ বৃহস্পতিবার লালাতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেনZPM অঞ্জন নাথ। বিভাগীয় তরফে এ দাবী পূরণ করা হবে বলে তিনি আশাবাদী রয়েছেন বলে জানান দুপুর দুটো নাগাদ। এতে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন আরও সমৃদ্ধ হবে বলে তার অভিমত।