লাভপুরের ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রামে শুক্রবার দুপুরে কুয়ে নদীর বাঁধ পরিদর্শন করলেন লাভপুর ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিক রা।উপস্থিত ছিলেন- বিধায়ক অভিজিৎ সিংহ, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, কীর্ণাহার থানার ওসি অমিতাভ পাল, মৌয়ূরাক্ষী সেচ বিভাগের এস.ই সমর সরকার প্রমুখ।তাঁরা এদিন সমগ্ৰ বাঁধ পরিদর্শন করে সংশ্লিষ্ট এলাকার ম্যাফ ক্ষতিয়ে দেখে কোথায় কি ভাবে সংস্কার করা হবে নদী বাঁধ এবং কতটা জায়গা জুড়ে ওই বাঁধ সংস্কার হবে মূলত তা নিয়ে।