একদিকে বর্ষা তার উপর নিম্নচাপ।বৃষ্টি যেন কৃষকের মাথার বোঝা হয়ে গিয়েছে। সারাদিন সূর্যের দেখা নেই,যেন মেঘলা আকাশ। কেশপুরের ৮ নম্বর অঞ্চলের কাপাসটিকরী গ্রামের প্রায় দেড়শ বিঘা জমি জলমগ্ন।ধান রোপণ অবস্থায় জল ভগ্ন হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। এমনি চিত্র দেখা গেল পাবলিক নিউজের ক্যামেরায়