মহাসপ্তমীর দিনে সিঙ্গিমাড়ী নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল ছোটঝিলা এলাকার এক যুবকের। সোমবার বিকেল পাঁচটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে দিনহাটা ১ নং ব্লকের বড়শৌলমাড়ী গ্রাম পঞ্চায়েতের ছোট ঝিলা এলাকার মিন্টু মিয়া নামের এক যুবক তিন বন্ধু মিলে সিঙ্গিমাড়ী নদীতে স্নান করতে যান। দুই যুবক স্নান সেরে উঠলেও মিন্টু কে তারা দেখতে পান না।