করম পরব বা জাওয়া উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকার গত বছর থেকে সরকারি ভাবে ছুটি ঘোষণা করেছে এই দিনটিতে।তাই এই পরবের আলাদা মাত্রা পেয়েছে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের সাথে সাথে বুধবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের ধানাড়া গ্রামে প্রাচীন করম পরব উপলক্ষ্যে জাওয়া উৎসবের আয়োজন করা হয়।মানভূম সংস্কৃতি নিয়ম রীতি মেনে গ্রামের মহিলারা এই উৎসবে মেতে উঠেন।মূলত মাহাত কুড়মালি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পরবে মেতে উঠেন।