উনাদের অভিযোগ যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর সামাজিক মাধ্যমে কংগ্রেস দলের কর্মীদের বিরুদ্ধে কুমন্তব্য করে যাচ্ছেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা ও বাংলাদেশী বলে কংগ্রেস কর্মীদের আখ্যায়িত করেছেন, যুব কংগ্রেসের দাবি এতে করে শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, তাই আজ কৈলাস হর থানায় এসে দারস্ত হয়।