মুখ্যমন্ত্রীর বর্ধমান থেকে করা কর্মসূচির অংশ বিশেষ হিসেবে মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরে জেলার ৮৩১ জনকে বিভিন্ন রকমের পাট্টা তুলে দেওয়া হল আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার বিকেলে। যেখানে কৃষি পাট্টা দেওয়া হয়েছে ৬২৭ জনকে, বাস্তু পাট্টা দেওয়া হয়েছে চুয়াত্তর জনকে, বন পাট্টা দেওয়া হয়েছে ১৩০ জনকে।