পঞ্চমীর রাত থেকেই কোচবিহারের তৎপর জেলা পুলিশ, কোচবিহার শহরে একাধিক রাস্তায় করা হলো নো এন্ট্রি। উল্লেখ্য বাঙালির সেরা উৎসব শারদ উৎসব। আর এই শারদ উৎসবে যাতে কোন দর্শনার্থীদের পুজো মন্ডপ পরিদর্শনে কোন বিঘ্ন না ঘটে, তার জন্য তৎপর রয়েছে পুলিশ। সেই চিত্রই লক্ষ্য করা গেল শনিবার রাতে । এদিন কোচবিহার দুই নং ব্লকের অন্তর্গত খাগড়াবাড়ি এলাকার থেকে কোচবিহারে প্রবেশের ক্ষেত্রে একাধিক জায়গায় যানবাহনের নো এন্ট্রিরের লক্ষ্য করা যায়।