এবছর মাটিয়ালি ব্লকের শালবাড়ি মোর সংলগ্ন নেওরা নদীর ধারে বড়মাপের করম পুজোর বিসর্জন অনুষ্ঠিত হবে। তাই বুধবার বিকেল চারটা নাগাদ ওই বিসর্জন ঘাট পরিদর্শন করলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান ও মেটেলি থানার আইসি মিংমা লেপচা। সাথে ছিলেন মাটিয়ালী বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দিপা মিঝার সহ অন্যান্যরা। ছিলেন করম পূজা বিসর্জন কমিটির কর্মকর্তারাও। পাহাড়ে বৃষ্টি হলেই এই নদীতে হড়পা বান চলে আসে।