এক মাতালের মাতলামিতে অতিষ্ঠ হতে হলো কালনা মহকুমা হসপিটালে ক্যাম্পে থাকা পুলিশ কর্মীদের এদিন শুক্রবার। জানা গিয়েছে কালনা তেতুলতলা এলাকায় ট্রাফিক আইন ভেঙে মদ্যপ ওই টোটো চালক স্থানীয় এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের সাথে তর্ক-বিতর্কতে জড়িয়ে পড়ে। এরপরই তাকে তুলে দেওয়া হয় কালনা থানা পুলিশের হাতে। কালনা থানা পুলিশ গাড়িতে করে নিয়ে এসে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করে তাকে। চিকিৎসকের পরামর্শ মতন তার চিকিৎসাও শুরু করা হয়।