বর্ণ বিদ্বেষের কারণে ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছিল সাগরদ্বীপের আদি দুর্গোৎসব কমিটি। এমনকি জাতিগত বিবাদকে কেন্দ্র করে অষ্টমীর দিন গুলি গলা পর্যন্ত চলেছিল। আজও পর্যন্ত সেই ইতিহাস সাগরবাসীর মুখে শোনা যায়। জানা গিয়েছে, ১৩৩২ সালে ১৩টি পরিবার মিলে শুরু করেছিল হরিণবাড়ি উত্তরপাড়া দুর্গোৎসব। তৎকালীন সময়ে যুধিষ্ঠির মন্ডল নিজে উদ্যোগ গ্রহণ করে সাগরদ্বীপে প্রথম দুর্গোৎসব কমিটি, এই বিষয়ে পাবলিক অ্যাপের মুখোমুখি হয়ে কি বললেন এক পূজা উদ্যোক্তা শুনুন।।