ভারতের স্বাধীনতা আন্দোলনে কালাপানির আন্দামানের সেলুলার জেলে দীর্ঘদিন বন্দী থাকা স্বর্গীয় মহেন্দ্রচন্দ্র ভৌমিকের স্ত্রী হিমানী ভূমি কি দিয়ে ফিতা কেটে উদ্বোধন হলো কমলপুর পুরাতন মোটর স্ট্যান্ডস্থিত ইউথ রিক্রিয়েশন কর্নারের এবারের পূজোর থিম তথা সেলুলার জেল। উপস্থিত ছিল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য অতিথিগণ।