শুক্রবার বেলা ১২ ’টায় খোয়াই বি‚আর‚সি‚ হলে খোয়াই বিদ্যালয় পরিদর্শক‚ তুলাশিখর বিদ্যালয় পরিদর্শক ও পদ্মবিল বিদ্যালয় পরিদর্শকের যৌথ ব্যবস্থাপনায় খোয়াই মহকুমাভিত্তিক ৬৪ ’তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দেব্বর্মা‚ প্রধান অতিথি খোয়াই জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস।