কোচবিহার পাতলাখাওয়া এলাকায় আদিবাসী সম্প্রদায়ের করম উৎসবে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্য। উল্লেখ্য ভাদ্র মাসের শুক্লো একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের করণ পূজো অনুষ্ঠিত হয়। মূলত এই পার্বণ ভারতের ঝাড়খন্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম,উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ পালন হয়। তার মধ্যেই একটি হলো কোচবিহার 2 নং ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সিংগীমারি পাঁচুনের পাড় এলাকায়।