বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হলো ময়নাগুড়ি ব্লক জুড়ে শিশুর সুস্বাস্থ্য ও মায়ের সুরক্ষার বার্তা নিয়ে ময়নাগুড়ি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ভোটপাট্টি দুর্গাবাড়িতে শুক্রবার বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। অনুষ্ঠানে মায়ের দুধের অপরিহার্যতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জানান, শিশুর সঠিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই।