শুক্রবার গ্যারগান্ডা নদীর বেহাল সেতু নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভুক্তভোগীরা। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গ্যারগান্ডা নদীর সেতুটি ৩১ মে প্রবল বৃষ্টি এবং হড়পায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই সেতুতে সিঙ্গল লাইনের যানবাহন পার করাচ্ছে পুলিশ। এতে পুলিশের কাজের চাপ বেড়েছে। কারণ সেতুর দুটিকে সারাদিন সারারাত পুলিশকে পাহারা দিতে হচ্ছে। আবার সেতুর দুপাশে দীর্ঘক্ষণ ধরে যানজট হচ্ছে। ফলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এ প্রসঙ্গে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে অথরিটির প্রজেক্ট ডিরেক্টর জিত