৫১ তম শ্রী শ্রী অনন্ত চতুর্দশী উৎসব অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের খাটাজানি বিশ্বমঙ্গল অনন্ত সেবাশ্রমে আগামী শনিবার।জোর কদমে চলছে প্রস্তুতি এমনটাই দেখা গেল আশ্রম প্রাঙ্গনে গিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।১০৮ শ্রীমৎ স্বামী প্রমোদানন্দ ব্রহ্মচারী এই উৎসবের সূচনা করেছিলেন। আগামী শনিবার সকাল ন'টা থেকে শুরু হবে অনন্ত চতুর্দশী উৎসব উপলক্ষে পূজা। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হবে হোম যজ্ঞ।