কলকাতার মেয়ো রোডে বাংলা ভাষা ও বাংলাভাষীদের অবমাননার প্রতিবাদে আয়োজিত তৃণমূলের কর্মসূচি সেনাবাহিনী ভেঙে দেওয়ার ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে উত্তাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেল পাঁচটায় কুমারগঞ্জ ব্লক তৃণমূলের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি গোটা কুমারগঞ্জ শহর পরিক্রমা করে নাককাটিতে গিয়ে শেষ হয়।