শুক্রবার সকালে ও দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তমপ্রগতি ফাউন্ডেশন-এর উদ্যোগে রাধাকান্তপুর হাই স্কুল ও সাতগেছিয়া শ্রীধারপুর অবিনাশ ইনস্টিটিউটে আয়োজিত হল বিশেষ কর্মশালা। এই কর্মশালায় মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়— উদ্ভিদজাত সুষম খাদ্যাভ্যাস, স্পিচ থেরাপি এবং গণমাধ্যম সচেতনতা ও পার্সোনাল ডেভেলপমেন্ট।