কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আলিপুরদুয়ার জেলায় শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সোমবার সকাল ন'টা নাগাদ। জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়ে কড়া নিরাপত্তা ছিল পুলিশের। প্রশাসনিক কর্তারা পরীক্ষার্থীদের তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছেন। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের সামনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।