দক্ষিণ ২৪ পরগনার গোসবা ব্লকের পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের পাঠানখালী আদর্শ বিদ্যাপীঠে ৪৭,৪৯এবং ৫০নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে১২ এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন গোসাবা বিডিও অফিসের ডেপুটি সেক্রেটারি তপন কুমার হালদার ।উপস্থিত ছিলেন পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভূঁইয়া সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যরা।