ইলামবাজার ব্লকের পরানচক গ্রামে মহাসমারোহে উদযাপিত হল নবী দিবস বেলা 11 টার সময়। এই নবী দিবসের দিন পরানচক গ্রাম থেকে একটি এক থেকে দেড় হাজার মানুষের মোটরসাইকেল র্যালি বের হয়েছে এবং ইলামবাজার পরিক্রমা করে আবার গ্রামে গিয়ে শেষ হবে। অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ছিল।