প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি টানা ৩০ দিন হেফাজতে থাকেন, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে! বুধবার লোকসভায় বিল পেশ করেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন। বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতায় সরব হন বিরোধী দলগুলির নেতারা। মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজিরা বলেন, যিনি কালকে এই বিলের প্রস্তাব করেছেন তাকে দিয়েই শুরুটা হোক। আগে স্বরাষ্ট্রমন্ত্রী পদ খারিজ করা হোক।