নানা জটিলতার পর জেলে বসেই পিএইচডি করার অনুমতি পেয়েছিলেন কিন্তু এরপর শুরু নয়া জটিলতা। স্কলারশিপের আবেদন করলেও তা বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এপিডিআরের।স্কলারশিপ না পেয়ে জেলেই অনশনে শুরু করেছেন মাওবাদী নেতা অর্ণব দাম। এরপরেই মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় আসে পাঁচ সদস্যের APDR টিম এবং উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তারা। তাদের দাবী অর্ণব স্কলারশিপের জন্য আবেদন করলেও বাতিল করে দেওয়া হয়েছে।অর্ণব কোন উপকার চাইছে না, এটা তার অধিকার।