অবশেষে পরিচয় মিলল পুরুলিয়া স্টেশনের অদূরে কেতিকা এলাকায় রেললাইন থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির । জিআরপি থানার পুলিশ জানিয়েছে মৃতের নাম ধনঞ্জয় কর্মকার । তার বাড়ি পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ড এর সরবাগান এলাকাতে । আজকে পরিবারের লোকজন এসে দেহটি সনাক্ত করার পর পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গ থেকে মৃত দেহটি তাদের হাতে তুলে দেওয়া হয়।