আগামী ৪ঠা অক্টোবর ‘মায়ের গমন’ শীর্ষক কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীতে। বুলধবার তুলসিবতী বিদ্যালয় সংলগ্ন কার্নিভালের স্থল পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক অধিকারিকগণ। উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।