কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক মাছ ব্যবসায়ী। মৃতের নাম ক্ষুদিরাম মন্ডল (৪৭)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার খরাইল চাঁদপুরে। পেশায় মাছ ব্যবসায়ী। পরিবারের প্রাথমিক অনুমান ঋণের কারণেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে। গতকাল বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার দুপুর দেড়টার সময় দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতাল পুলিশ মর্গে পাঠায় পুলিশ। এদিকে বিষয়টি জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।