This browser does not support the video element.
হাড়োয়া: ভবানীপুর এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মী বৈঠক
Haroa, North Twenty Four Parganas | Aug 31, 2025
বসিরহাট লোকসভা উপনির্বাচন ও বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, বসিরাহাট সাংগঠনিক জেলার হাড়োয়া ১নং ব্লকের, গোপালপুর-২নং অঞ্চলের ভবানিপুর-২৬৬নং বুথ তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত সাংগঠনিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন, গোপালপুর-২নং অঞ্চলের সভাপতি বাগবুল কালাম মুন্সী, সাহাজান আলি বিশ্বাস, মারুপ দফাদার, সেখ সিরাজ সহ ভবানিপুর তৃণমূল যুব কংগ্রেস কমিটির অন্যান্য নেতৃত্ব।