আচ্ছাপাড়া এলাকায় তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করল ৪৫টি পরিবার। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির কালচিনি বিধায়ক লামা। রবিবার বিকেল পাঁচটা নাগাদ বিজেপির নেতৃত্বরা জানান রবিবার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের আচ্ছাপাড়া এলাকায় বিজেপির যোগদান কর্মসূচি আয়োজিত হল। কর্মসূচিতে উপস্থিত হয়ে এলাকার ৪৫টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করে।