পুলিশ দিবের দিনেই "অপারেশন প্রাপ্তি'র" মধ্য দিয়ে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল উদ্ধার করে সোমবার দুপুরে সেগুলি প্রকৃত মালিক দের হাতে ফিরিয়ে দিল কীর্ণাহার থানার পুলিশ, মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি মোবাইল মালিকরা।মোবাইল মালিক দের মধ্যে, কল্যাণ পাত্র ও রুদ্রদেব পালে' রা জানান, অনেক দিন আগেই মোবাইল গুলি হারিয়ে গিয়েছিল আমরা আশা করিনি যে মোবাইল গুলি হয়তো আর ফিরে পাবো। তবে পুলিশের তৎপরতায় আমরা মোবাইল গুলি ফিরে পেয়ে খুশি।এদিনই পুলিশ দিবস উপলক্ষে কীর্ণাহার।