শুক্রবার দুপুরে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ যোগিনী দাদী প্রকাশ মনি ১৮ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিশালগড় মহকুমা হাসপাতালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্রহ্মাকুমারী ইনচার্জ যমুনা ভেনজি, CRPF প্রাক্তন কমান্ডেন্ট ননীগোপাল বিশ্বাস, ছাত্র ভবতোষ বিশ্বাস, মহকুমা হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক রাজীব সরকার সহ অন্যান্যরা।