প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদমের সভায় আমন্ত্রণ পেলেন না বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউটাউনে সকাল এগারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে কোনো আমন্ত্রণই পাঠানো হয়নি, তাই তিনি সেই সভায় যাবেন না। আগামিকাল অর্থাৎ ২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।