আজ ২ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত আমডোল অঞ্চলের। আমডোল মটতলা সার্বজনীন দুর্গা মন্দিরে। দুর্গাপুজোর মহা দশমী পুজো উপলক্ষে মা দুর্গা ঠাকুরের বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে। উপস্থিত আছেন আমডোল মটতলা পাড়ার এলাকাবাসীরা। সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের।