অফিস টিলা রোড স্থিত এক রেস্টুরেন্ট থেকে ড্রাগস সহ দুজন আটক জানা যায় সাদা পোশাকের পুলিশের গোপন খবরের ভিত্তিতে দুপুর তিনটা নাগাদ ড্রাগস সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে ড্রাগস সহ দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয় খোয়াই থানায়। জানা যায় একজনের নাম কাজল বর্মন। আরেকজনের নাম সানি দেববর্মা।