জেলার বিভিন্ন থানা এলাকায় বসানো হয়েছে ৪৬৯ টি সিসিটিভি ক্যামেরা এবার এই ক্যামেরা দিয়ে পুরো জেলার নজরদারি চালানো হবে ২৪ ঘন্টা ।এতে যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ আরো সহজ হবে তেমনি অপরাধ ঠেকাতেও সম্ভব হবে এদিন পুলিশ দিবসের দিন এই মনিটরিং রুমের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য থানার সঙ্গে সঙ্গে টামনা থানাতেও মোট নটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে টামনা থানা এলাকায় বলে টামনা থানা সুত্র থেকে জানা গেছে এদিন সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ।