ভাঙ্গনের জেরে ভুতনির কেশরপুরের বাঁধ ক্রমাগত তলিয়ে যাচ্ছিল গঙ্গা গর্ভে। এতটাই ভাঙ্গনের তীব্রতা যে কাজের সব অংশই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। শুক্রবার সকাল থেকে তীব্র নদী ভাঙ্গনের জেরে কেশরপুর এর পুরনো বাঁধ এখন নিশ্চিহ্ন। শিব মন্দির প্রাচীন বটগাছ তলিয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। গোটা এলাকার তলিয়ে যাওয়ার পরিস্থিতি এবং মানুষের মধ্যে তীব্র হাহাকার। এই পুরনো বাঁধের পাড়ে থাকা পরিবার গুলির চরম বিপদ আসবে সেই আশঙ্কাতেই রয়েছে তারা। ভাঙ্গন তীব্রতার সাথে হচ্ছে।