রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামে শহীদের পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক। সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী কুন্ডিরা গ্রামে কাশ্মীরে শহীদ সুজয় ঘোষের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকেদের সাথে দেখা করে সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিধায়ক। সঙ্গে ছিলেন বিধায়কের আপ্ত সহায়ক দীপক রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু