লাহিরীপুরে পথ দুর্ঘটনায় মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য মোমিনপুর মর্গে পাঠালো সুন্দরবন কোস্টাল থানার বুধবার দুপুর ২ টো নাগাদ।দক্ষিন ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরিপুর GPর লাহিরীপুরে মঙ্গলবার রাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিলো এক কিশোরের।মৃতের নাম কিঙ্কর সরকার বয়স ১৬।মৃত কিশোরের বাড়ি লাহিরীপুর GPর জোহর কলোনীতে।স্থানীয়