মালদার কালিয়াচকের বাসিন্দা হায়দার আলী। তার শরীরের মধ্যে কিলবিল করছে অসংখ্য সুচ । জ্বালা যন্ত্রণায় মাঝেমধ্যেই পাঁঠা কাটার মতোন ছটফট করে উঠছেন মুখ্য ও বধির যুবক। পরিবারের দাবি, মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । এক্সরেতে শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য সুচ দেখে মাথা চুলকিয়ে হাত তুলে দিয়েছেন একাংশ চিকিৎসকেরা । এরপর কলকাতাতেও ডাক্তার দেখানো হয়েছিল। কেউ কেউ বলেছেন এটা আমাদের কাজ নয়। কালা জাদুর প্রভাব পড়েছে।