রবিবার দুপুরে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল শহরের ব্যস্ততম রাধাবাজার সহ বেশ কিছু অঞ্চল,ফলে চরম সমস্যায় পড়ে যানবাহন চলাচল থেকে ব্যবসায়ী ও পথ চলতি সাধারণ মানুষ,আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার,দুপুর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি,ফলে জলমগ্ন হয়ে পড়ে শহরের অন্যতম ব্যস্ততম রাধাবাজার,স্মৃতি কন্ঠ বাচস্পতি রোড,নেতাজি সুভাষ রোড,বঙ্গপাড়া রোড সহ বেশ কিছু অঞ্চল,বিশেষ করে লক্ষী পুজোর আগে সমস্যায় পড়েন অসংখ্য ব্যবসায়ী।