বিশ্ব নবীর হযরত মহম্মদের জন্ম দিবস পালন উপলক্ষে নলহাটিতে কয়েক হাজার মানুষের পদযাত্রা,আজ শুক্রবার বিশ্ব নবী হযরত মহম্মদের জন্মদিন এই উপলক্ষে নলহাটি মাদ্রাসা জামেয়া আশরাফিয়া রেজবীয়ার পক্ষ থেকে সকাল ৯টা নাগাদ একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে নলহাটি শহরে, এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন নলহাটি শহরের বিভিন্ন ওয়ার্ডের তথা নলহাটি আশেপাশে বিভিন্ন গ্রামের মুসলিম ধর্মের কয়েক হাজার মানুষ, নলহাটি পাকুরতলা মোড়ে উপস্থিত রয়েছেন নলহাটি বিধানসভার বিধায়ক ।