বিজেপির E বিস্তারক কর্মসূচি মাঠাতে, উপস্থিত মন্ডল সভাপতি। আজ বুধবার বিকাল চারটা নাগাদ বাঘমুন্ডি বিধানসভার চার নং মন্ডলের অন্তর্গত মাঠা অঞ্চলের ২৭১ ও ২৭২ নং বুথে E বিস্তারক কর্মসূচি আয়োজিত হলো। উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি অরুন চন্দ্র মাঝি, বিজেপি নেতা শচীনাথ মাহাতো , প্রেমচাঁদ গরাই সহ অন্যান্যরা। ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্বে এই কর্মসূচিতে জোর দিয়েছে বিজেপি।