গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিংয়ের সোমফাটক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল দার্জিলিং আবগারি বিভাগের আধিকারিকেরা। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৮২ হাজার 950 টাকা। জানা গিয়েছে আবগারি দপ্তরের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি সিকিম নাম্বারে গাড়িতে করে বিপুল পরিমাণ মদ দার্জিলিঙে পাচার করা হচ্ছে।