কান্দি থানার আইসি সহযোগিতায় পরীক্ষায় বসলেন এক মহিলা এই মহিলা জানিয়েছেন তিনি গর্ভবতী।। এই মহিলার কাছে ১৪ তারিখে পরীক্ষার এডমিট কার্ড ছিল ভুল করে এই মহিলা ১৪ তারিখের এডমিট কার্ড নিয়ে কান্দি রাজ কলেজের সেন্টার ভেবে সঠিক সময়ে পৌঁছে যায়। কিন্তু কলেজের বাইরে টাঙানো থাকা লিস্টের সঙ্গে তার রোল নম্বর না মেলায় চিন্তায় পড়ে। এমন অবস্থায় থাকে আইসি জিজ্ঞাসা করে এবং তার কাছে থাকা এডমিডে জেরক্স নেয়। পরে কলেজের ভিতরে গিয়ে খোঁজ খবর নেয় কেন রোল নম্বর মিল হচ্ছে