Hingalganj, North Twenty Four Parganas | Sep 27, 2025
প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের কেওড়া খালি ত্রিনয়নী সংঘের দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য। হিঙ্গলগঞ্জ এলাকার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সৌমেন নায়কের উদ্যোগে গত ২৫ বছর ধরে এই কেওড়া খালি এলাকায় অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো। এবছর দেবী দুর্গার নয়টি রূপ ফুটিয়ে তোলা হয়েছে। সেই নব দুর্গার শুভ উদ্বোধন করতে এই কেওড়া খালি এলাকায় আসেন রাজ্য বিজেপির সভাপতি।